রূপনগরে বন্দুকযুদ্ধে নিহতের পরিচয় মিলেছে


প্রকাশিত: ০৯:৪০ এএম, ০২ ফেব্রুয়ারি ২০১৫

রাজধানীর রূপনগর বেড়িবাঁধ এলাকায় বন্দুকযুদ্ধে নিহতের পরিচয় মিলেছে। তার নাম আরিফুল ইসলাম মুকুল (২৪)। তিনি তেজগাঁও ছাত্রদল নেতা বলে জানা গেছে। গত ৩০ জানুয়ারি ভোরের দিকে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হন তিনি।

সোমবার সকালে ঢাকা মেডিক্যাল কলেজের মর্গে এসে লাশ সনাক্ত করেন তার মামা তৌহিদুল ইসলাম।

নিহতের পরিবার সুত্রে জানা গেছে, মুকুলের গ্রামের বাড়ি ভোলা জেলার শশীভূষণ ইয়াসপুর এলাকায়। পিতা মোস্তফা কামাল একজন মাদ্রাসা শিক্ষক। দুই ভাই দুই বোনের মধ্যে তিনি সবার ছোট। তিনি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৫ম সেমিস্টারের ছাত্র ছিলেন। বর্তমানে তিনি ফার্মগেট এলাকার একটি মেসে থাকতেন।

মামা তৌহিদুল ইসলাম জানান, গত ২৯ জানুয়ারি বিকেলের দিকে গোপীবাগের মামার বাসা থেকে বেরিয়ে সে সদরঘাটে যায় ভোলায় নিজ বাড়িতে যাওয়ার জন্য। সদরঘাটে লঞ্চ থেকে মুকুলসহ তিনজনকে সাদা পোশাকের পুলিশ আটক করে নিয়ে যায়। ওই তিনজনের একজনকে ছেড়ে দিলেও বাকী দুজনকে ছেড়ে দেয়নি। ছাড়া পাওয়া ছেলেটি মোবাইল ফোনে তৌহিদুল ইসলামকে বলেছে বলে জানান।

তিনি জানান, ওই দিনের পর থেকে তাকে আর কোথাও খুঁজে পাওয়া যায়নি। ওই ছেলের ফোন পাওয়ার পর মর্গে এসে লাশ সনাক্ত করেন।

জেইউ/এআরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।