এবার অর্থ মন্ত্রণালয়ে যাবেন প্রধানমন্ত্রী
নিয়মিত ভাবে বিভিন্ন মন্ত্রণালয়ে অফিস করার অংশ হিসেবে আগামী বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ে অফিস করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন সিলেট থেকে নির্বাচিত আবুল মাল আব্দুল মুহিত।
অর্থ মন্ত্রণালয়ের একটি নির্ভরযোগ্য সূত্রে প্রধানমন্ত্রীর আগমনের বিষয়টি নিশ্চিত হয়েছে জাগো নিউজ।
সূত্র বলছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমান মেয়াদে দায়িত্ব নেওয়ার পর নিয়মিত ভাবে বিভিন্ন মন্ত্রণালয়ে অফিস করছেন। অফিস করে সরাসরি দিক নির্দেশনা দিয়ে থাকেন তিনি।
জানা গেছে, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে অর্থ মন্ত্রণালয়। ইতোমধ্যে প্রধানমন্ত্রীকে মন্ত্রণালয়ের উল্লেখযোগ্য সফল দিকগুলো তুলে ধরতে তার একটি সারসংক্ষেপ তৈরির নির্দেশ দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। সে মোতাবেক মন্ত্রণালয়ের উচ্চ পর্যায় ব্যাপক কাজ করছে। চলছে ধোয়া মোছা ও পরিষ্কারের কাজও।
এসএ/আরএস/পিআর