গুলিস্তান সিনেমা হলের লিফটে আগুন
রাজধানীর গুলিস্তান মার্কেটের পাশে অবস্থিত সিনেমা হলের লিফটে আগুনের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসে ডিউটি অফিস আমিনুর রশিদ জাগোনিউজকে বলেন, সিনেমা হলের লিফটে আগুন লেগেছে এমন খবরে সেখানে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে ২টি ইউনিট পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে কি কারণে আগুনের উৎপত্তি এবং কেউ হতাহত হয়েছেন কিনা তা নিশ্চিত করতে পারেননি তিনি।
জেইউ/আরএস/আরআই