নতুন ৪ নামে আসছে ফেনসিডিল


প্রকাশিত: ০৭:০৩ এএম, ১৯ ডিসেম্বর ২০১৬
ফাইল ছবি

আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে নতুন ৪টি নামে ফেনসিডিল আসছে বাংলাদেশে। সোমবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন পরিচালক (অপারেশনসস ও গোয়েন্দা) সৈয়দ তৌফিক উদ্দিন আহমেদ।

ফেনসিডিলের এ নতুন চারটি ভার্সন হলো- আইকন এক্সপি, কোডোকপ, কোডেক্স এবং পারবোকপ। এসব ওষুধের আর ফেন্সিডিলের উপাদান একই। সম্পতি এ ধরণের ওষুধ জব্দ করে ল্যাব টেস্টে পরিক্ষা করে বিষয়টি নিশ্চিত হয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

তৌফিক উদ্দিন বলেন, ২৫ ডিসেম্বর বড়দিন এবং ৩১ ডিসেম্বর থার্টিফাস্ট নাইট উদযাপনকালে মাদকদ্রব্যের পাচার, অপব্যবহার এবং মাদক সংক্রান্ত অপরাধ যাতে না ঘটে এ বিষয়ে সংশ্লিষ্ট সকলকে ইতোমধ্যে নির্দেশনা জারি করা হয়েছে। এ দুই দিবসকে কেন্দ্র করে ঢাকা মেট্রো উপ-অঞ্চল, ঢাকা জেলা কার্যালয় এবং ঢাকার বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সমন্বয়ে অপারেশন কার্যক্রম পরিচালিত হচ্ছে।

২০১৬ সালের নভেম্বরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরসহ বিভিন্ন বাহিনীর জব্দকৃত মাদকের তালিকা নিয়েই এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

জানা গেছে, এ বছরের নভেম্বরে মোট ৮ হাজার ১৯৫ জন আসামির বিরুদ্ধে ৬ হাজার ৪০৯টি মামলা দায়ের করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। এছাড়াও তাদের কাছ থেকে প্রায় ২০ কেজি হেরোইন, ৩ হাজার ১৪২ কেজি গাঁজা, আড়াই লাখ লিটার দেশি মদ, ১৮ হাজার ৪২৫ বোতল ও ৩৮ লিটার বিদেশি মদ, ৪ হাজার ৪৬৭ ক্যান বিয়ার, ৫০ হাজার ৫৬৪ বোতল ফেনফিডিল, ৩০ লাখ ২২ হাজার ইয়াবা এবং ৯ হাজার ৮০০ ইনজেকটিং ড্রাগ জব্দ করা হয়েছে।

এআর/আরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।