আখেরি মোনাজাত পরিচালনা করবেন মাওলানা সাদ
৫২তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের শেষ দিন আজ। বেলা ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে আখেরি মোনাজাত হবে। আখেরি মোনাজাত পরিচালনা করবেন দিল্লীর মাওলানা মোহাম্মদ সাদ।
গাজীপুর জেলা পুলিশ ও বিশ্ব ইজতেমার মুরব্বিরা এ তথ্য নিশ্চিত করেছেন।
গত পর্বে বেলা ১১টায় আখেরি মোনাজাত শুরু হওয়ায় এ পর্বেও ১১টায় মোনাজাত হওয়ার সম্ভাবনা রয়েছে।
গাজীপুর জেলার পুলিশ সুপার মো. হারুন অর-রশিদ ইজতেমার মুরুব্বিদের বরাত দিয়ে বলেন, ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে।
আখেরি মোনাজাতে অংশ নিতে রোববার ভোর রাত থেকেই মুসল্লিদের ঢল নেমেছে টঙ্গীর ইজতেমা ময়দানে। এ লক্ষ্যে আখেরি মোনাজাতকে কেন্দ্র করে নেয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা।
আখেরি মোনাজাত উপলক্ষ্যে লাখ লাখ মুসল্লির আগমণ ঘটে। সেকারণে ট্রাফিক ব্যবস্থার জোরদার করা হয়েছে। চলাচল নির্বিঘ্ন করতে বিপুল সংখ্যক ট্রাফিক পুলিশ সদস্য রাস্তায় রয়েছে।
এদিকে আখেরি মোনাজাত উপলক্ষে শনিবার রাত ১২টা থেকেই যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। আব্দুল্লাহপুর থেকে আশুলিয়া ব্রিজ পর্যন্ত, চান্দনা চৌরাস্তা থেকে ইজতেমা ময়দান এবং মিরের বাজার থেকে স্টেশন রোড পর্যন্ত যান চলাচল বন্ধ রয়েছে। আখেরি মোনাজাত শেষে যানচলাচল শুরু হবে।
জেইউ/এনএফ/এমএস