ভারতে পাচারকালে স্বর্ণসহ আটক ১


প্রকাশিত: ০৮:৪২ এএম, ০৭ এপ্রিল ২০১৫

দুই কেজি ৪৪৮ গ্রাম ওজনের একুশটি স্বর্ণের বারসহ একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার দুপুর ১২টার সময় বেনাপোল বন্দর দিয়ে ভারতে পাচারের সময় ওই ব্যক্তিকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি সদর দফতরের পিআরও মোহসিন রেজা। তিনি বলেন, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়েরপূর্বক থানায় সোপর্দ করা হচ্ছে। তবে আটককৃত ব্যক্তির নাম জানাতে পারেননি তিনি।

এসএস/বিএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।