ভারতে পাচারকালে স্বর্ণসহ আটক ১
দুই কেজি ৪৪৮ গ্রাম ওজনের একুশটি স্বর্ণের বারসহ একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার দুপুর ১২টার সময় বেনাপোল বন্দর দিয়ে ভারতে পাচারের সময় ওই ব্যক্তিকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি সদর দফতরের পিআরও মোহসিন রেজা। তিনি বলেন, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়েরপূর্বক থানায় সোপর্দ করা হচ্ছে। তবে আটককৃত ব্যক্তির নাম জানাতে পারেননি তিনি।
এসএস/বিএ/আরআই