ভোলায় পরিবেশ রক্ষায় উন্নত চুলার ব্যবহার শুরু


প্রকাশিত: ১১:১৫ এএম, ২৭ ফেব্রুয়ারি ২০১৭

পরিবেশবান্ধব উন্নত চুলা ও রিটেইনড হিট কুকারকে জনপ্রিয় করার উদ্দেশ্যে ভোলার জেলা পরিষদে আঞ্চলিক পর্যায়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ‘ইউএসএআইডি’র ক্যাটালাইজিং ক্লিন এনার্জি ইন বাংলাদেশ (সিসিইবি)প্রকল্পের আওতায় সোমবার ভোলার জেলা পরিষদে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

জার্মান-ভিত্তিক উন্নয়ন সহযোগী জিআইজেড ও আন্তর্জাতিক মৎস্য গবেষণা সংস্থা ওয়ার্ল্ড-ফিশ যৌথভাবে অনুষ্ঠানটি আয়োজন করে।

ইউএসএআইডি’র অর্থায়নে এবং ওয়ার্ল্ডফিশ ও মৎস্য অধিদফতরের সহায়তায় ভোলা জেলার ৪০টি জেলে পরিবারকে  পরীক্ষামূলকভাবে বেসরকারি উন্নয়ন সংস্থা কোস্ট ট্রাস্টের মাধ্যমে পরিবেশ বান্ধব উন্নত চুলা প্রদান করা হবে।

ইকোফিশ প্রকল্পের জীবিকা ও সহনশীলতা বিষয়ক বিজ্ঞানী মারটিন ভ্যান ব্রাকেল বলেন, জলবায়ু সহিষ্ণু, প্রযুক্তি জালানি ও রান্নার সময় বাঁচাবে। দীর্ঘ মেয়াদে এ প্রযুক্তি ব্যবহারে দরিদ্র পরিবারগুলো আর্থিকভাবে লাভবান হবার পাশাপাশি তাদের উৎপাদনশীলতাও বাড়বে।

প্রসঙ্গত, রিটেইনড হিট কুকার ব্যবহারে রান্নার সময় প্রায় ৫০ ভাগ পর্যন্ত কম লাগে। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ভোলা জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মমিন টুলু । তিনি পরিবেশ বান্ধব উন্নত চুলা ও রিটেইনড হিট কুকার বাজারজাত জনপ্রিয় করে তুলতে এর দাম দরিদ্র জনসাধারণের নাগালের মধ্যে রাখতে আহ্বান জানান।

এমএ/এমঅারএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।