চালক ছাড়াই চলেছে ট্রেন!


প্রকাশিত: ০৫:৩৫ এএম, ১২ এপ্রিল ২০১৫

রাজবাড়ী রেলস্টেশন থেকে চালক ছাড়াই ছয়টি বগিতে প্রায় একশো’রও অধিক যাত্রী নিয়ে প্রায় ২৬ কিলোমিটার রেলপথ অতিক্রম করেছে রাজবাড়ী থেকে ফরিদপুরগামী একটি আন্তঃনগর ট্রেন।

রাজবাড়ী টু ফরিদপুর ৭৮৩ আন্তঃনগর ট্রেনটি পোড়াদহ রুটের পাংশা স্টেশনে কাছাকাছি স্থান পর্যন্ত চলে যায়। রোববার সকাল ৮টার দিকে এ অভূতপূর্ব ঘটনাটি ঘটেছে। তবে এতে কোনো দুর্ঘটনার খবর পাওয়া যায়নি।

এ ঘটনায় বাংলাদেশ রেলওয়ে পাকশী প্রাথমিকভাবে চালক এলএম (লোকো মাস্টার) মোহাম্মদ আলী, সহকারী চালক (এএলএম) ফয়সাল, ট্রেন পরিচালক (গার্ড) সুভাষ চন্দ্রকে সাময়িকভাবে বরখাস্ত করা করেছে।

এ বিষয়ে ডিটিও পাকশীকে প্রধান করে ৫ সদসের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানা গেছে। রাজবাড়ী রেলস্টেশনের কর্তব্যরত স্টেশনমাস্টার মো. কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাজবাড়ী টু ফরিদপুর আন্তঃনগর ট্রেনটি রোববার সকাল ৮টা ১০ মিনিটে ফরিদপুরের উদ্দেশ্যে ছেড়ে যাবার কথা ছিলো। কিন্তু ওই সময় চালক, সহকারী চালক ও ট্রেন পরিচালকের উপস্থিতি ছাড়াই ট্রেনটি বিপরীত রুট অর্থাৎ রাজবাড়ী টু পোড়াদহ রুটের দিকে চলে যায়।

এ ঘটনার পরপরই রাজবাড়ীর পরবর্তী রেল স্টেশন কালুখালীর স্টেশন মাস্টারকে অবহিত করা হয়। রেলওয়ে কন্ট্রোল পাকশী অফিসে জানানো হয়। পরে রাজবাড়ী থেকে ২৬ কিলোমিটার রেলপথ পাড়ি দিয়ে ট্রেনটি পাংশা স্টেশনে পৌঁছালো যাত্রীরা চেইন টেনে ট্রেনটিকে থামিয়ে দেয়। এতে রক্ষায় পায় ট্রেনের সাধারণ যাত্রী।

রাজবাড়ী রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্রী সুনীল কুমার ঘোষ জানান, ছেড়ে যাওয়া ট্রেনটির চালক মোহাম্মদ আলীকে ট্রেনটি আনতে পাংশায় পাঠানো হয়েছে। ফিরে এলে জিজ্ঞাসাবাদ করা হবে।

বিএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।