গাইবান্ধায় বাস-কাভার্ডভ্যানের সংঘর্ষে চালক নিহত


প্রকাশিত: ০১:৩১ পিএম, ২৩ এপ্রিল ২০১৫

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাসের সঙ্গে কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে কাভার্ডভ্যান চালক বাদশা মিয়া (৪২) নিহত হয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে গোবিন্দগঞ্জ-দিনাজপুর মহাসড়কের সাহেবগঞ্জ ইক্ষু খামার (বাগদা) এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বাসের ৫ যাত্রী আহত হয়েছেন।

নিহত বাদশা মিয়া গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের বোগদহ কলোনি গ্রামের মৃত সোনাউল্লার ছেলে।

স্থানীয়রা জানান, দিনাজপুরের কাহারোল উপজেলা থেকে ছেড়ে আসা এসআই পরিবহনের একটি ঢাকাগামী বাস সাহেবগঞ্জ ইক্ষু খামারের কাছে পৌঁছালে বগুড়া থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী একটি কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই কাভার্ডভ্যানের চালক নিহত হন।

গোবিন্দগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম জাহিদুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঘটনার পর বাসের চালক ও হেলপার পালিয়ে গেলেও বাসটি আটক করা হয়েছে। আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা হয়েছে। বাদশা মিয়ার পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

এসএস/এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।