শতভাগ স্বচ্ছতার সঙ্গে পদ্মা সেতুর কাজ হচ্ছে: সেতু মন্ত্রী


প্রকাশিত: ১০:১৫ এএম, ০১ মে ২০১৫
ফাইল ছবি

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শতভাগ স্বচ্ছতার সঙ্গে পদ্মা সেতুর কাজ হচ্ছে। সিডিউল অনুযায়ী পদ্মা সেতু নির্মাণ কাজে একদিনও পিছিয়ে নেই। শুক্রবার উপজেলার  দোগাছি এলাকায় পদ্মা সেতু নির্মাণ প্রকল্পের সার্ভিস এরিয়া-১`র পদ্মা-১০ রেস্টহাউজে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

পদ্মা সেতু নির্মাণ নিয়ে রাজনৈতিক বিরোধিতা বা সমালোচনা থাকতেই পারে। আমি পদ্মা সেতু নির্মাণ নিয়ে বিরোধিতাকারীদের সমালোচনায় বিচলিত নই। বিএনপি স্বপ্নেও ভাবেনি পদ্মা সেতু নিজস্ব অর্থায়নে নির্মাণ করা হবে। পদ্মা সেতু নির্মাণে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলার কোন অবকাশ নেই।

তিনি আরো বলেন, টেস্ট পাইলিং চলছে, আগামী অক্টোবরে মূল সেতুর কাজ শুরু হবে। মূল নদী শাসনের কাজ ড্রেজারসহ প্রয়োজনীয় যন্ত্রপাতি চলে এসেছে। ব্লক তৈরির প্রন্ট স্থাপনের কাজ শেষ হয়েছে। পরীক্ষামূলক ব্লক তৈরির কাজ শুরু হয়েছে। নির্মাণকারী প্রতিষ্ঠান ও পরামর্শক প্রতিষ্ঠানের প্রায় ৩ হাজার শ্রমিক বিভিন্ন কাজে নিয়েজিত রয়েছেন। নিজস্ব অর্থায়নে শতভাগ স্বচ্ছতার মধ্য দিয়ে পদ্মা সেতুর কাজ চলছে। পদ্মা সেতু নির্মাণে আমাদের আর কোন সমস্যা নেই।

এর আগে মন্ত্রী পদ্মা সেতুর অ্যাপ্রোচ সড়কের কাজের অগ্রগতি পরিদর্শন করেন। এসময় তিনি পদ্মা পাড়ে আর্ন্তজাতিক বিমানবন্দর নির্মাণ করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এসময় মন্ত্রীর সঙ্গে সড়ক ও জনপথ এবং সেতু বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এমজেড/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।