চীনের তিন যুদ্ধজাহাজের চট্টগ্রাম বন্দর ত্যাগ


প্রকাশিত: ০৩:০১ এএম, ২৭ মে ২০১৭

চারদিনের শুভেচ্ছা সফর শেষে চট্টগ্রাম বন্দর ত্যাগ করেছে   চীনা নৌবাহিনীর তিনটি যুদ্ধজাহাজ। জাহাজ তিনটি হলো, ডেস্ট্রয়ার চ্যান চুন, ফ্রিগেট জিং জো ও লজিস্টিক শিপ চাও হু।

শুক্রবার চট্টগ্রাম বন্দরের জেটি ত্যাগকালে কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চলের চিফ স্টাফ অফিসার ক্যাপ্টেন এস এম মনিরুজ্জামান আনুষ্ঠানিকভাবে চীনা জাহাজকে বিদায় জানান।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশে অবস্থানকালে জাহাজ তিনটির ঊর্ধ্বতন কর্মকর্তা ডেপুটি কমান্ডার অব দ্য ইস্ট ফ্লিট রিয়ার এডমিরাল শেন হাউ সহ তিনটি জাহাজের অধিনায়ক, বাংলাদেশ নৌবাহিনী প্রধান এডমিরাল নিজামউদ্দিন আহমেদ এবং চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার রিয়ার এডমিরাল এম আবু আশরাফ ও চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যানসহ চট্টগ্রামের নৌ প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

সফরকালে চীনা জাহাজের কর্মকর্তা ও নাবিকরা বাংলাদেশ নেভাল একাডেমি, স্কুল অব মেরিটাইম ওয়ারফেয়ার অ্যান্ড ট্যাকটিস (এসএমডব্লিউটি), বানৌজা শহীদ মোয়াজ্জম ঘাঁটি, বানৌজা প্রত্যয়, বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত বিশেষায়িত স্কুল ‘আশার আলো’ এবং চট্টগ্রামের ঐতিহাসিক স্থানগুলো পরিদর্শন করেন।

চীনা নৌবাহিনীর এ সফরের মাধ্যমে উভয় দেশের নৌবাহিনীর মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

গত ২৩ মে চারদিনের সফরে চট্টগ্রাম বন্দরে পৌঁছে চীনা নৌবাহিনীর ওই তিনটি যুদ্ধজাহাজ।

এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।