ট্রেনের নিচে বাবা-মেয়ের আত্মহত্যা : প্রধান আসামি ফারুক গ্রেফতার


প্রকাশিত: ১০:০৫ এএম, ২৭ মে ২০১৭

গাজীপুরের শ্রীপুরে বাবা-মেয়ের চাঞ্চল্যকর আত্মহত্যা মামলার প্রধান আসামি ফারুক হোসেনকে (৩০) গ্রেফতার করেছে র‌্যাব।

শুক্রবার রাত ৮টার দিকে সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব-১ সদস্যরা।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক মুফতি মাহমুদ খান জানান, যৌন নিপীড়নের ঘটনায় ৭/৮ জন জড়িত ছিলেন। এর মধ্যে মূলহোতা ছিলেন ফারুক। ফারুককে গ্রেফতার করা হয়েছে।

এ বিষয়ে আজ বিকেল ৪টায় রাজধানীর কারওয়ান বাজারস্থ র‌্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

প্রসঙ্গত, গত ২৯ এপ্রিল শনিবার সকাল সাড়ে ৯টার দিকে শ্রীপুর রেলস্টেশনের পশুহাসপাতাল সংলগ্ন এলাকায় চলন্ত তিস্তা এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে পালিত মেয়ে আয়েশা আক্তারসহ বাবা হজরত আলী আত্মহত্যা করেন।

মেয়েকে শ্লীলতাহানি, গরু চুরি যাওয়া ও প্রতিবেশীদের হামলার হুমকির বিচার না পাওয়ায় তিনি আত্মহত্যা করেন বলে জানা যায়। তাদের বাড়ি শ্রীপুর উপজেলার কর্ণপুর সিটপাড়া গ্রামে।

জেইউ/বিএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।