পাহাড়ে নিহতদের পরিবার পেল বিশ হাজার টাকা, ৩০ কেজি চাল


প্রকাশিত: ০২:৪৪ পিএম, ১৪ জুন ২০১৭

পাহাড়ধসে নিহতদের পরিবারকে নগদ ২০ হাজার টাকা ও ৩০ কেজি চাল দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। বুধবার চট্টগ্রাম ও রাঙামাটির দুর্গত এলাকা পরিদর্শনকালে তিনি এ সহায়তা দেন। ত্রাণ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, শুরুতেই মন্ত্রী চট্টগ্রামের রাউজান, রাঙ্গুনিয়া ও চন্দনাইশের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। এসময় নিহতদের পরিবারের প্রতি শোক এবং সমবেদনা জানান তিনি। এছাড়া স্বাভাবিক জীবনে ফিরে না আসা পর্যন্ত সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন মন্ত্রী।

মায়া বলেন, সরকার ক্ষতিগ্রস্ত তিন জেলায় পর্যাপ্ত খাদ্য ও অর্থ বরাদ্দ দিয়েছে। তবে ত্রাণসামগ্রী বিতরণ নিয়ে অবহেলা, শৈথিল্য বা অনিয়ম বরদাস্ত করা হবে না।

পরে রাঙামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় যোগ দেন মন্ত্রী। মুখ্য সচিব ড. কামাল আবু নাসের, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মো. শাহ কামাল, চট্টগ্রাম অঞ্চলের সেনাবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিস ও নৌ-বাহিনীর সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় জানানো হয়, দু-একদিনের মধ্যে যোগাযোগ ব্যবস্থা, বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক এবং উদ্ধার কার্যক্রম সম্পন্ন হবে।

এফএইচএস/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।