সিঙ্গাপুরে বাংলাদেশির জেল


প্রকাশিত: ০৪:০৬ এএম, ৩০ মে ২০১৫
প্রতীকী ছবি

সিঙ্গাপুরে নুরুল ইসলাম (৩৩) নামে এক প্রবাসী বাংলাদেশিকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ৬ বছরের জেল এবং ৮টি বেত্রাঘাতের সাজা দিয়েছে সে দেশের আদালত। শুক্রবার এ সাজা দেয়া হয়।

২০১৩ সালের নভেম্বর মাসে সিঙ্গাপুরের উডল্যান্ডস’র একটি বহুতল কার পার্কে ইন্দোনেশীয় এক গৃহকর্মীকে মিথ্যা প্রলোভন দেখিয়ে নিয়ে যান নুরুল ইসলাম। সেখানে তাকে জোর করে ধর্ষণ করার চেষ্টা করেন তিনি। এ সময় ওই গৃহকর্মী বাধা দিলে চুল ধরে দেয়ালে ও মেঝেতে জোরে আঘাত করেন নুরুল। এতে ওই গৃহকর্মী কপালে ও মাথায় বেশ আঘাত পান। পরে ওই নারীর চিৎকারে লোকজন জড়ো হয়ে যেতে পারে ভেবে নুরুল ইসলাম পালিয়ে যান। পালিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি নুরুলের।

মেয়েটি থানায় ফোন করলে পুলিশ এসে হাজির হয়। কার পার্কের সিসি ক্যামেরার সাহায্যে নুরুল ইসলামকে শনাক্ত করে ধর্ষণ চেষ্টার অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে। নুরুল ইসলাম আদালতে নিজের দোষ স্বীকার করে সর্বনিম্ন সাজার প্রার্থনা করলে আদালত তাকে এ সাজা দেয়।

প্রসঙ্গত, সিঙ্গাপুরে ধর্ষণের চেষ্টা করার অপরাধে সর্বোচ্চ ২০ বছর জেলের পাশাপাশি জরিমানা ও বেত্রাঘাতের বিধান রয়েছে।

এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।