হাতুড়ি পেটা করে গলা কেটে হত্যা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:১০ এএম, ২৬ আগস্ট ২০১৭
প্রতীকী ছবি

রাজধানীর বংশালের হোটেল আরাফাতের ম্যানেজার আনোয়ার হোসেনকে (৩৮) হাতুড়ি পেটা করে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার বংশাল রোডের ১৪৫ নম্বর ভবনের ‘হোটেল আরাফাত’ থেকে তার গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) কায়কোবাদ কাজী। তিনি জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ‘হোটেল আরাফাত’র ২য় তলা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই হোটেলের ম্যানেজার। তার গলায় ধারাল অস্ত্রের আঘাত এবং শরীরের বিভিন্ন জায়গায় হাতুড়ি দিয়ে পেটানোর আঘাত রয়েছে।

তিনি জানান, পূর্বশত্রুতার জের ধরে হোটেলের কর্মচারীরা তাকে হত্যা করতে পারে বলে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় হোটেলের কয়েকজন কর্মচারীকেও আটক করা হয়েছে।

ময়নাতদন্তের জন্য আনোয়ারের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করবে পুলিশ।

এআর/এমআরএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।