মিয়ানমার থেকে আরো ৩৭ জন ফিরছেন আজ
সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া যাবার সময় মিয়ানমারের উপকূলীয় এলাকা থেকে উদ্ধার হওয়া অভিবাসীদের মাঝে বাংলাদেশি বলে শনাক্ত আরো ৩৭ জন শুক্রবার ফেরত আসছেন। বিজিবি কক্সবাজারস্থ ১৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খন্দকার সাইফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জাগো নিউজকে বলেন, শুক্রবার সকাল সাড়ে ১০টায় মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী (বিজিপি) ও বর্ডার গার্ড বাংলাদেশর (বিজিবি) মধ্যে একটি পতাকা বৈঠক নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে অনুষ্ঠিত হবে। বৈঠক শেষে অভিবাসীদের ফেরত আনা হবে।
গত ২১ মে মিয়ানমারের সমুদ্র উপকূল থেকে ভাসমান অবস্থায় উদ্ধার হয় ২০৮ জন অভিবাসী। তাদের মধ্যে যাচাই-বাছাই শেষে বাংলাদেশি হিসেবে শনাক্ত ১৫০ জনকে ৮ জুন ফেরত আনা হয়েছে। উদ্ধার হওয়া অপর ৫৮ জনের মধ্যে আরো ৩৭ জনকে বাংলাদেশি হিসেবে শনাক্ত করা হয়। মিয়ানমার কর্তৃপক্ষ বিজিবিকে বিষয়টি জানিয়ে চিঠি দেয়। বিজিবি তথ্য যাচাই-বাছাই করে তাদেরকে ফিরিয়ে আনার পদক্ষেপ নেয়।
সায়ীদ আলমগীর/এমজেড/এমএস