দাবি আদায়ে আন্দোলনে বিআরডিবির কর্মকর্তারা

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১:০৪ এএম, ১৩ নভেম্বর ২০১৭

১৬টি দাবি আদায়ে আন্দোলনে নেমেছেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) কর্মকর্তা-কর্মচারীরা। তিনদিন ধরে রাজধানীর কারওয়ান বাজারে সদর দফতরে প্রতিবাদ কর্মসূচি পালন করছেন তারা।

তাদের ১৬ দাবির মধ্যে কয়েকটি হলো, যুগ্ম-পরিচালক পরিকল্পনার পরিবর্তে যুগ্ম-পরিচালক নির্মাণ পদটি বাতিল করা, বিআরডিবির নিজস্ব তহবিল অন্য কোনো প্রতিষ্ঠানে হস্তান্তর না করা, স্বেচ্ছাচারী বদলি ও পদন্নোতি বন্ধ, জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী সরাসরি নবম গ্রেডে নিয়োগপ্রাপ্তদের একটি অতিরিক্ত ইনক্রিমেন্ট প্রদান করা, সব প্রকল্পের কর্মচারীদের বেতন-ভাতা নিশ্চিত করা।

brdb

সোমবার বিআরডিবির সদর দফতর ও মাঠ পর্যায়ের সকল কর্মকর্তা-কর্মচারী এ প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণ করেন।

বিআরডিবি অফিসার অ্যাসোসিয়েশন ও কর্মচারী পরিষদের (সিবিএ) নেতৃবৃন্দ জানান, প্রতিবাদে সমাবেশে যোগদানের জন্য সারাদেশ থেকেই কর্মকর্তা ও কর্মচারীরা ঢাকায় আসতে শুরু করেছে। শতভাগ দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। প্রয়োজনে প্রতিবাদ সমাবেশের পাশাপাশি কর্মবিরতির ডাক দেয়া হবে।

জেডএ/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।