বিআরটিসির অগ্রিম টিকিট বিক্রি শুরু


প্রকাশিত: ০৬:৪৯ এএম, ১০ জুলাই ২০১৫

ঈদ উপলক্ষে শুক্রবার সকাল ৯টা থেকে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঈদ উপলক্ষে ১৫, ১৬ এবং ১৭ তারিখের টিকিটের চাহিদা বেশি। যারা টিকিট কিনতে আসছেন তাদের মধ্যে অধিকাংশই ওই তিন দিনের টিকিট কিনছেন।

সকাল থেকেই যাত্রীরা অগ্রমি টিকিট ক্রয় করার জন্য আসা শুরু করেছেন বলে বিআরটিসি কর্তৃপক্ষ দাবি করলেও কাউন্টার গুলোতে টিকিট প্রত্যাশী যাত্রীদের বিশেষ ভীড় লক্ষ্য করা যায়নি।
 
বিআরটিসি সূত্র আরো জানায়, যাত্রীরা একযোগে অগ্রিম টিকিট কিনতে পারবেন মতিঝিল, জোয়ার সাহারা, কল্যাণপুর, গাবতলী, মোহাম্মদপুর, মিরপুর দ্বিতল বাস ডিপো, গাজীপুর বাস ডিপো, নারায়ণগঞ্জ বাস ডিপো ও ঢাকার ফুলবাড়িয়া সিবিএস-২ বিআরটিসির কাউন্টার থেকে।
 
আসন্ন ঈদ উপলক্ষে ঘরমুখো যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে ১৪ থেকে ২০ জুলাই বিআরটিসি বাসে বিশেষ সার্ভিস চলবে।
 
এ ছাড়া ঈদের আগের দিন সায়েদাবাদ, মহাখালী ও গাবতলী ডিপো থেকে যাত্রী চলাচলের সুবিধার্থে ৫৫টি বিআরটিসির বাস স্ট্যান্ডবাই থাকবে। ঢাকা ও ঢাকার বাইরের ডিপোসহ মোট ৯০০টি বাস এই সেবায় অন্তর্ভুক্ত হবে।
 
বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে মাধ্যমে বিআরটিসি কর্তৃপক্ষ জানায়, ঈদের অগ্রিম টিকিট বিক্রির জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যাত্রীদের সুবিধার্থে বিআরটিসির প্রধান কার্যালয়ের স্থাপন করা হয়েছে হেল্প ডেস্ক।
 
বিআরটিসির প্রধান কার্যালয়ে স্থাপিত হেল্প ডেস্কের ফোন নম্বর হচ্ছে: ৯৫৬৪৩৬১ এবং মোবাইল নম্বর হচ্ছে: ০১৮১৮২০২১৮৬। যেকোনও তথ্য জানতে এসব ফোন নম্বরে যোগাযোগ করার জন্য বিআরটিসির পক্ষ থেকে যাত্রীদের অনুরোধ জানানো হয়েছে।

জেইউ/এসকেডি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।