জ্ঞান আছে জাফর ইকবালের, আশঙ্কামুক্ত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:৪১ এএম, ০৪ মার্চ ২০১৮

বিশিষ্ট লেখক ও শিক্ষাবিদ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল সজ্ঞান, সচেতন ও আশঙ্কামুক্ত রয়েছেন। এছাড়া সংক্রমণ এড়াতে সিএমএইচে দর্শনার্থীদের প্রবেশ নিয়ন্ত্রণ করা হয়েছে।

রোববার সকালে সিএমএইচের এডমিশন ব্লকের ৩ তলায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় বাংলাদেশ আর্মড ফোর্সেস-এর চিফ কার্ডিয়াক সার্জন অ্যান্ড কনসালটেন্ট সার্জন জেনারেল মেজর জেনারেল মুন্সি মো. মজিবুর রহমান।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, রোববার সকাল ৯টায় মেডিকেল বোর্ডের সদস্যরা তাকে দেখতে যান। তিনি সুস্থ আছেন। তার মানসিক অবস্থা ভালো এবং স্বাভাবিক কথাবার্তা বলছেন।

jafor

মো. মজিবুর রহমান বলেন, গতকাল (শনিবার) রাতে তাকে যখন আনা হয়েছে তখন সব বিভাগের ২০-২২ জন ডাক্তার উপস্থিত ছিলেন। এরপর মেডিকেল বোর্ড গঠন করা হয়। জাফর ইকবালের মাথার পেছনে ছোট ৪টি, পিঠের উপরের দিকে ১টি এবং বাম হাতে ১টি আঘাত করা হয়েছে। তার মাথার আঘাত চামড়া ও পেশীতে লেগেছে, তবে ব্রেনে (মগজ) লাগেনি। পেটে কোনো আঘাত নেই। সকালে (রোববার) তিনি পানি জাতীয় খাবার খেয়েছেন।

কতদিন হাসপাতালে থাকতে হতে পারে -এ বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পর্যবেক্ষণ ও চিকিৎসার জন্য আরও কয়েকদিন তাকে হাসপাতালে রাখতে হবে।

তার সঙ্গে কেউ দেখা করতে পারবেন কি না জানতে চাইলে বলেন, চিকিৎসার খাতিরে তার সঙ্গে কেউ দেখা না করাই ভালো।

উল্লেখ্য, গতকাল শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে অনুষ্ঠান চলাকালে দুর্বৃত্তদের হামলার শিকার হন জাফর ইকবাল। প্রথমে তাকে ওসমানী হাসপাতালে তাকে চিকিৎসা দেওয়া হয়। তাকে উন্নত চিকিৎসার জন্য বিমানবাহিনীর এয়ার অ্যাম্বুলেন্স করে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে আনা হয়। বর্তমানে সেখানেই তিনি চিকিৎসাধীন।

হামলায় আহত ড. মহম্মদ জাফর ইকবালের মাথা, বাম হাত ও পিঠে ৩৮টি সেলাই দেওয়া হয়েছে। এর মধ্যে মাথায় ২৬টি, বাম হাতে ৬টি এবং পিঠের বাম পাশে আরও ৬টি সেলাই দেওয়া হয়েছে।

এআর/আরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।