শুল্কমুক্ত সুতা আমদানির উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:২৬ পিএম, ২০ মার্চ ২০১৮

তাঁত শিল্পের পূর্ণ বিকাশে শুল্কমুক্ত সুতা আমদানির উদ্যোগ নিয়েছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়। এজন্য একটি উন্নয়ন প্রকল্প অনুমোদনের জন্য পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। যাতে বলা হয়েছে, এ খাতে সুদমুক্ত ঋণ দেয়ার কথাও।

মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ২৮তম বৈঠকে এ তথ্য জানানো হয়। কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরীর সভাপতিত্বে কমিটির সদস্য বস্ত্র ও পাটমন্ত্রী মুহা. ইমাজ উদ্দিন প্রামাণিক, প্রতিমন্ত্রী মির্জা আজম, কুজেন্দ্র লাল ত্রিপুরা এবং সাবিনা আক্তার তুহিন বৈঠকে অংশ নেন।

তাঁত খাতে বিদ্যমান মোট হস্তচালিত তাঁত, চালু ও বন্ধ তাঁত, মোট তাঁতির সংখ্যা ইত্যাদি বিষয়ে সর্বশেষ একটি তাঁত শুমারির কাজ শুরু হয়েছে এবং বর্তমানে চলমান বলে উল্লেখ করা হয় বৈঠকে। চলতি মাসের মধ্যে কাজটি শেষ হবে এবং প্রতিবছর ডিসেম্বর মাসে এই তথ্য হালনাগাদ করা হবে বলে বৈঠকে জানানো হয়।

বৈঠকে বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশনের (বিটিএমসি) চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মাহবুব আহমেদ জাকারিয়া, তাঁত বোর্ডের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, পাট অধিদফতরের মহাপরিচালক মো. শামছুল আলমসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊধ্র্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এইচএস/জেডএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।