জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী


প্রকাশিত: ০৭:০৪ এএম, ২৯ জুলাই ২০১৫
ফাইল ছবি

জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে দুপুর ১২ টায় তিনি আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন। এসময় সরকারি ও বেসরকারি পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাগর নদী সকল জলে, মাছ চাষে সোনা ফলে এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মঙ্গলবার থেকে ৩ আগস্ট পর্যন্ত উদযাপিত হতে যাচ্ছে জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৫ ।

মৎস্য সপ্তাহের উদ্বোধন করে শেখ হাসিনা বলেন, গত ৬ বছরে মাছের উৎপাদন বেড়েছে ৩০ শতাংশ। সেই সঙ্গে বেড়েছে রফতানি। তবে কিছু অসাধু ব্যবসায়ীর কারণে চিংড়ি রফতানি মাঝে মধ্যে বাধার মুখে পড়ে। এটি গুরুত্ব দিয়ে দেখতে হবে।

দেশের মৎস্য সম্পদ সংরক্ষণ ও উন্নয়নে জনগণের ব্যাপক অংশগ্রহণ নিশ্চিতকরণ এবং প্রযুক্তিভিত্তিক মৎস্য চাষ ও ব্যবস্থাপনা সম্পর্কিত সম্প্রসারণ কার্যক্রম জোরদার করার লক্ষ্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় প্রতি বছর জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন করে।

মৎস্য সম্পদ উন্নয়নের বিপুল সম্ভাবনাকে কাজে লাগিয়ে দেশের অর্থনৈতিক বুনিয়াদকে আরো মজবুত ও স্বনির্ভর করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয়ে দেশবাসীকে অধিকতর সচেতন ও সম্পৃক্ত করা এ কর্মসূচির মূল উদ্দেশ্য।

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মৎস্য অধিদফতরের মাধ্যমে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় জাতীয় এবং জেলা পর্যায়ের নানা কর্মসূচি গ্রহণ করেছে।

প্রধানমন্ত্রী মৎস্য সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করে মৎস্য সম্পদের উন্নয়নে বিশেষ অবদানের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে মোট ১৮ জন ব্যক্তি/ প্রতিষ্ঠানকে জাতীয় মৎস্য পুরস্কার ২০১৫ প্রদান করেন। পরে গণভবন পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন।

কর্মসূচির তৃতীয় দিন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বঙ্গভবনস্থ পুকুরে মাছের পোনা অবমুক্ত করবেন এবং সন্ধ্যায় কৃষিবিদ ইনস্টিটিউট প্রাঙ্গণে অর্থমন্ত্রী পাঁচ দিনব্যাপি মৎস্য মেলার উদ্বোধন করবেন। কর্মসূচির চতুর্থ দিন স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী সংসদ ভবন লেকে মাছের পোনা অবমুক্ত করবেন।

এসএ/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।