জাতীয় শোক দিবস উপলক্ষে তৃতীয় লিঙ্গের সাংস্কৃতিক অনুষ্ঠান

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১:১৫ এএম, ১৪ আগস্ট ২০১৮
ফাইল ছবি

জাতীয় শোক দিবস উপলক্ষে সোমবার (১৩ আগস্ট) রাজধানীর গ্রিনরোডে সাংস্কৃতিক অনুষ্ঠান করেছেন তৃতীয় লিঙ্গের (হিজড়া) শিল্পীরা। শুরুতেই নৃত্য পরিবেশন করেন তৃতীয় লিঙ্গের শিল্পী শিশির, জান্নাত, শ্রাবন্তী, সুমি, মাহি, ঐশ্বর্য। এরপর ‘যদি রাত পোহালে শোনা যেতো বঙ্গবন্ধু মরে নাই’গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন লারা ও শিশির। পরে ‘নয়ন তোমারে পায়না দেখিতে’ রবীন্দ্রনাথ ঠাকুরের এ গানটির সঙ্গে সমবেত নৃত্য পরিবেশন করেন তারা।

সামাজিক সংস্থা রি-থিংক-বিডি এ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। রাজধানীর হিজড়াদের জীবনমান উন্নয়ন এবং সদাচারণ প্রশিক্ষণের জন্য কাজ করছে সংস্থাটি। তারই অংশ হিসেবে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- বাংলাদেশ আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। এসময় আরও উপস্থিত ছিলেন- নওগাঁ-৬ আসনের এমপি ইস্রাফিল আলম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. সেলিম মাহমুদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রি-থিংক বিডির পরিচালক লুলু আল মারজান।

সন্ধ্যায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ভেঙেছে দুয়ার, এসেছে জ্যোর্তিময়’ গানের সঙ্গে সমবেত নৃত্য পরিবেশনের মাধ্যমে শেষ হয় ভিন্নধর্মী এ সাংস্কৃতিক আয়োজন।

এমএমজেড/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।