যোগাযোগ প্রযুক্তি দিবসের বদলে ‘ডিজিটাল বাংলাদেশ দিবস’

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:৪৮ পিএম, ২৬ নভেম্বর ২০১৮

জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবসের নাম পরিবর্তন করে ‘ডিজিটাল বাংলাদেশ দিবস’ করেছে সরকার।

সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে দিবসটির নাম পরিবর্তনের প্রস্তাবে অনুমোদন দেয়া হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের বলেন, ১২ ডিসেম্বর ‘জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস’। এই দিবসের নাম পরিবর্তন করে ‘ডিজিটাল বাংলাদেশ দিবস’ করার প্রস্তাব করা হয়, মন্ত্রিসভা এটা অনুমোদন করেছে।

এর আগে গত বছরের ২৭ নভেম্বর মন্ত্রিসভা প্রতি বছর ১২ ডিসেম্বর ‘জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস’ হিসেবে ঘোষণা এবং দিবসটি উদযাপনে মন্ত্রিপরিষদ বিভাগের এ সংক্রান্ত পরিপত্রের ‘খ’ ক্রমিকে অন্তর্ভুক্তকরণের প্রস্তাব অনুমোদন দেয়।

আরএমএম/এনএফ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।