নেদারল্যান্ডসে হামলায় বাংলাদেশি হতাহত নেই

কূটনৈতিক প্রতিবেদক কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশিত: ১২:০৯ এএম, ১৯ মার্চ ২০১৯

নেদারল্যান্ডসের ইউট্রেখট শহরে যাত্রীবাহী ট্রামে বন্দুক হামলায় বাংলাদেশি কোনো হতাহত নেই বলে জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।

এক প্রেস বিজ্ঞপ্তিতে দূতাবাস এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে ইউট্রেখট শহরে বসবাসরত সকল বাংলাদেশিকে ডাচ সরকারের নির্দেশনা অনুসারে চলাচল করতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

এছাড়া প্রবাসী বাংলাদেশিদের জন্য একটি হটলাইন খোলা হয়েছে। সেখানে সার্বক্ষণিক যোগাযোগ রাখতে বলা হয়েছে। হটলাইন নম্বর- +৩১-৬৮ ৪১২ ৩২২৯।

bd

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

উল্লেখ্য, নেদারল্যান্ডসের ইউট্রেখট শহরে যাত্রীবাহী ট্রামে সন্ত্রাসী হামলায় তিনজন নিহত ও ৯ জন আহত হয়েছেন। সোমবার স্থানীয় সময় সকাল পৌনে ১১টার দিকে অক্টোবর ২১ স্কয়ারের কাছে এ হামলার ঘটনা ঘটে।

জেপি/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।