চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, দুই সন্দেহভাজন আটক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৪৪ পিএম, ০২ জুলাই ২০১৯

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের অভিযোগে সন্দেহভাজন দু’জনকে আটক করেছে রেলওয়ে পুলিশ।

মঙ্গলবার দুপুরে কমলাপুর রেলওয়ে পুলিশের একটি দল গেন্ডারিয়া রেলক্রসিংয়ে ট্রেনে পাথর ছুড়ে মারার ঘটনা ঘটলে সন্দেহভাজন হিসেবে তাদের আটক করা হয়। তবে আটকদের নাম পরিচয় প্রকাশ করেনি রেলওয়ে পুলিশ।

কমলাপুর রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) রুশো জানান, চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপকারীদের বিরুদ্ধে কঠোর হচ্ছে রেলওয়ে কর্তৃপক্ষ। মন্ত্রণালয় থেকেও নির্দেশনা দেয়া হয়েছে। পাথর নিক্ষেপে ট্রেনের ক্ষতির পাশাপাশি যাত্রীরাও আহত হন। বিষয়টি গুরুত্ব দিয়ে নজরদারি চালিয়ে আসছে রেলওয়ে পুলিশ।

দুপুরে সন্দেহভাজন দু’জনকে আটক করার পর জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে এখনও কেউ তাদের বিরুদ্ধে অভিযোগ করেনি। জিজ্ঞাসাবাদের প্রেক্ষিতে ও তথ্যপ্রমাণের ভিত্তিতে তাদের ব্যাপারে আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান তিনি।

দেখুন ফেসবুক ভিডিওতে

জেইউ/জেএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।