রামপুরায় মোটরসাইকেলকে বাসের ধাক্কা, হাইকোর্টের কর্মচারী নিহত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:৪০ পিএম, ২৩ আগস্ট ২০১৯
প্রতীকী ছবি

রাজধানীর রামপুরা ব্রিজ এলাকায় দ্রুতগামী বাসের ধাক্কায় আব্দুল কাদের (৬০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। তিনি পেশায় হাইকোর্টের গাড়িচালক ছিলেন।

শুক্রবার (২৩ আগস্ট) বেলা সোয়া ১১টার সময় দুর্ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুপুর ১২টায় তাকে মৃত বলে ঘোষণা করেন।

নিহতের ছেলে শিক্ষানবিশ পুলিশ কর্মকর্তা (এসআই) আসাদ বিন আব্দুল কাদের সাংবাদিকদের জানান, তাদের বাড়ি ঢাকার দোহার এলাকায়। বর্তমানে তারা মেরুল বাড্ডা আনন্দনগর এলাকায় থাকেন। তার বাবা হাইকোর্টের গাড়িচালক ছিলেন।

তিনি জানান, মেরুল বাড্ডা থেকে নিজ মোটরসাইকেল চালিয়ে কর্মস্থলে যাওয়ার সময় রামপুরা ব্রিজের ওপরে দুর্ঘটনায় তার বাবার আহত হন। পরে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, দুর্ঘটনার খবরে ও মোটরসাইকেল চালকের মৃত্যুর ঘটনায় বাসটিকে জব্দ করেছে দায়িত্বরত ট্রাফিক পুলিশ। বাসটির চালকও পুলিশ হেফাজতে আছে। বিস্তারিত ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

জেইউ/জেডএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।