অবৈধ স্থাপনা উচ্ছেদে মিরপুরে ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:২৮ পিএম, ০২ সেপ্টেম্বর ২০১৯

অবৈধ স্থাপনা উচ্ছেদে মিরপুরে অভিযান পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ভ্রাম্যমাণ আদালত। সোমবার ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ার এবং সগীর হোসেনের নেতৃত্বে রাজধানীর মিরপুরে এই উচ্ছেদ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

dcc2

নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ার জানান, অবৈধ স্থাপনা উচ্ছেদকালে মিরপুর সেকশন ১০ এর ঝুটপট্টি এলাকায় অবৈধভাবে নির্মিত ১১০টি কাঁচা-পাকা টিনশেড এবং মিরপুর সেকশন ১০ এর ‘সি’ ব্লকের ৩০টি পাকা বাড়ির বর্ধিতাংশ ভেঙে দেয়া হয়। এছাড়া মিরপুর সেকশন ১১ এর ‘সি’ ব্লকে অবৈধভাবে নির্মিত ২০টি পাকা দোকান উচ্ছেদ করা হয়।

dcc2

ডিএনসিসির অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এএস/এসএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।