শাহজাহানপুরে রেল কলোনির দখল উচ্ছেদে অভিযান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:৪৪ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০১৯

রাজধানীর শাহজাহানপুর রেলওয়ে কলোনিতে অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাট, বসতিসহ সব ধরনের অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ।

মঙ্গলবার রেলওয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট নজরুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অবৈধ দখল স্থান থেকে বের হয়ে যাওয়ার জন্য প্রথমে মাইকিং করে কর্তৃপক্ষ, পরে বুলডোজার দিয়ে অবৈধ স্থাপনা ভেঙে ফেলার কাজ শুরু হয়।

Rail-Eviction

রেলওয়ে সূত্রে জানা গেছে, শাহজাহানপুর রেলওয়ে কলোনিতে দীর্ঘদিন ধরে বেশ কিছু জায়গার অবৈধ দখল নিয়ে রেখেছিল একটি মহল।

এসব জায়গায় ভবন তুলে তারা বসবাস করছে এবং ভাড়া দিচ্ছে। রেলওয়ে কর্তৃপক্ষ রেলের সম্পত্তির দখল নিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে।

এএস/বিএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।