টিকিট বিক্রিতে অনিয়ম, দিনাজপুরে স্টেশন মাস্টারসহ বরখাস্ত ৪

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৩৪ পিএম, ১৫ ডিসেম্বর ২০১৯
ফাইল ছবি

দিনাজপুর রেলস্টেশনে টিকিট বিক্রিতে অনিয়ম এবং যাত্রীদের সঙ্গে প্রতারণার দায়ে স্টেশন মাস্টারসহ চারজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রোববার তথ্যটি নিশ্চিত করেন রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার শরিফুল আলম।

জানা গেছে, রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনের নির্দেশে বিভিন্ন স্টেশনের টিকিট বিক্রিতে অনিয়ম রোধে পাঠানো কর্মকর্তার গোপনে করা তদন্ত প্রতিবেদনে গত ৩, ৪ এবং ৫ ডিসেম্বর দিনাজপুর স্টেশনে দ্রুতযান এক্সপ্রেস, পঞ্চগড় এক্সপ্রেস এবং একতা এক্সপ্রেস ট্রেনের কোনো আসন খালি নেই মর্মে বিজ্ঞপ্তি লাগানোর তথ্য পাওয়া যায়।

রেলওয়ের ওই তদন্ত কর্মকর্তার মাধ্যমে এবং টিকিট বিক্রি কার্যক্রমের খোঁজ নিয়ে জানা যায়, গত ৩ থেকে ৬ ডিসেম্বর দিনাজপুর স্টেশনে তিনটি ট্রেনের ২৯০৮টি টিকিট বরাদ্দের বিপরীতে ১৮২১টি টিকিট বিক্রি হয়। পাশাপাশি ১১০৫টি টিকিট অবিক্রীত রেখে দিয়েছে। অথচ আসন খালি না থাকার বিজ্ঞপ্তি কাউন্টারে লাগানো ছিল।

এ অবস্থায় তথ্য-প্রমাণে পাওয়া যায় দিনাজপুর স্টেশনের স্টেশন মাস্টার শংকর কুমার গাঙ্গুলি, ভারপ্রাপ্ত বুকিং সহকারী আব্দুল আল মামুন, রেজওয়ান সিদ্দিক এমন কর্মকাণ্ডের সঙ্গে সরাসরি যুক্ত।

এছাড়া বুকিং সহকারী আব্দুল কুদ্দুসের কাউন্টারে অতিরিক্ত টাকা পাওয়া যাওয়ায় অসৎ উপায় অবলম্বনের দায়ে তাকেসহ মোট চারজনকে সাময়িক বরখাস্ত করা হয়।

এএস/বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।