চ্যানেল নাইনের সাংবাদিকের ওপর হামলা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:১১ এএম, ১২ জানুয়ারি ২০২০
মাহমুদ হোসাইন (মাহমুদ)

চ্যানেল নাইনের অনুসন্ধানী অনুষ্ঠান ‘নাইন ইনভেস্টিগেশন’- এর প্র‌তিবেদক মাহমুদ হোসাইন (মাহমুদ)-এর ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।

শ‌নিবার (১১ জানুয়ারি) র‌াত পৌ‌নে ১০টায় রাজধানীর রামপুরার ই ব্লকের ৬ নম্বর রোডে এ ঘটনা ঘটে।

চ্যানেল নাই‌ন সূত্রে জানা গেছে, শ‌নিবার রাত সাড়ে ৮টায় চ্যানেল নাইনের অনুসন্ধানী অনুষ্ঠান ‘নাইন ইনভেস্টিগেশন’- এর প্রথম পর্ব‌টি প্রচা‌রিত হয়।

মাহমুদ হোসাইন (মাহমুদ)-এর সহকর্মীদের ধারণা, অনুসন্ধানী প্র‌তি‌বেদন‌টি আজ (শ‌নিবার) প্রচার করার পরপরই দুর্বৃত্তরা এ ঘটনা ঘটায়।

প্র‌তি‌বেদক মাহমুদ হোসাইনের মু‌ঠো‌ফো‌নে জানান, ‘অ‌ফিস থে‌কে বের হ‌য়ে রামপুরায় পৌঁছালে রাস্তা ব্লক ক‌রে ক‌য়েকজন দুর্বৃত্ত আমার মোটরসাই‌কেল ঘি‌রে দাঁড়ায়। দুর্বৃত্তরা দা‌বি ক‌রে, তা‌দেরকে পাঠাও সা‌র্ভিস দি‌তে হ‌বে। নি‌ষেধ কর‌লে তারা আমার ওপর চড়াও হয়।’

তিনি বলেন, ‘একটা ইস্যু তৈরি করে হামলার পাঁয়তারা করা হচ্ছিল। পাঠাও চালাই না, অ্যাপসে চেষ্টা করার কথা বলতেই জোরপূর্বক মোটরসাইকেলে উঠে পড়ে একজন। ‘যেখানে যেতে বলা হবে সেখানেই যেতে হবে’ বলে বাধ্য করার চেষ্টা করে। প্রতিবাদ জানালে সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওনের ভাই মনির পরিচয়ে মারধর শুরু করে তারা। পরে আরও কয়েকজন এসে পুলিশের উপস্থিতিতে কিল-ঘুষি মারতে থাকে। এ সময় রামপুরা বনশ্রী কল্যাণ সমিতির সাবেক প্রচার সম্পাদক লেবুর পরিচয়ে আরও ২-৩ জন হামলায় অংশ নেয়। পরে পরিস্থিতি বুঝে দ্রুত সেখান থেকে বেরিয়ে রামপুরা থানায় আশ্রয় নিই। সেখান থেকে খিলগাঁও থানায় আসি।’

এ ব্যাপারে খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, বিষয়টি আমরা জেনেছি। ভুক্তভোগী সাংবাদিক থানাতেই আছেন। এ ব্যাপারে থানায় অভিযোগ গ্রহণ করা হচ্ছে। হামলায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

জেইউ/এমএসএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।