ধর্ষণের শিকার হয়ে হাসপাতালে লড়ছে শিশুটি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৫৬ পিএম, ১৩ জানুয়ারি ২০২০
প্রতীকী ছবি

নরসিংদীতে দ্বিতীয় শ্রেণির এক ছাত্রী ধর্ষণের শিকার হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামকে) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি রয়েছে। চিকিৎসকরা বলছেন, তার অবস্থা গুরুতর। ওসিসির সমন্বয়কারী ডা. বিলকিস বেগম বলেছেন, ‘সকালে শিশুটির পরিবার তাকে হাসপাতালের ওসিসিতে ভর্তি করে। তখন শিশুটির রক্তক্ষরণ হচ্ছিল। পরে সেখানে চারটি সেলাই দেয়া হয়েছে। তার অবস্থা এখনও গুরুতর।’

জানা যায়, পরিবারের সঙ্গে নরসিংদী সদরে থাকত শিশুটি। স্থানীয় একটি স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী সে। শিশুটির বাবা জানান, রোববার সন্ধ্যায় বাসার পাশের একটি দোকানে মেয়েটি সদাই কিনতে যাচ্ছিল। পথে আল-আমিন (৩৫) নামে একজন তার মুখ চেপে ধরে পাশের বাঁশ ঝাড়ে নিয়ে যায়। এরপর মেয়েটির হাত-পা বেঁধে ধর্ষণ করে রক্তাক্ত অবস্থায় ফেলে পালিয়ে যায়। পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল নিয়ে যায়। সেখান থেকে ভোরে তাকে ঢামেকের ওসিসিতে ভর্তি করানো হয়।

ধর্ষণের ঘটনায় রোববার রাত ১২টার দিকে নরসিংদী সদর থানায় একটি মামলা হয়েছে। পরে রাতেই জেলার পলাশ থানার মাঝেরচড় এলাকা থেকে ধর্ষক আল-আমিনকে গ্রেফতার করে পুলিশ। প্রাথমিকভাবে সে ধর্ষণের কথা স্বীকার করেছে বলে জানা গেছে।

এআর/এনএফ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।