স্কয়ারফার্মার দুইকোটি টাকার কাঁচামাল লুট, ৩ ডাকাত আটক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:২১ পিএম, ২৯ জানুয়ারি ২০২০

সম্প্রতি আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের দুই কোটি টাকার কাঁচামাল লুটে নেয় ডাকাত দল। এ ঘটনায় তদন্ত করে তিনজনকে আটক করেছে র‌্যাব-৪।

মঙ্গলবার রাতে ঢাকা ও রাজশাহীর বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

র‌্যাব-৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে প্রায় দুই কোটি টাকা মূল্যের মালামাল লুটের ঘটনায় ডাকাত দলের মূলহোতাসহ তিনজনকে আটক করা হয়েছে। এ সময় লুট হওয়া মালামাল উদ্ধার করা হয়েছে।

বুধবার দুপুরে র‌্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

এআর/জেএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।