কোনো বাংলাদেশি আন্তর্জাতিক পর্যবেক্ষক হতে পারেন না

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০১:৫৪ পিএম, ৩১ জানুয়ারি ২০২০

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, দেশের আইনানুযায়ী কোনো বাংলাদেশি নাগরিক নির্বাচনে আন্তর্জাতিক পর্যবেক্ষক হতে পারেন না। যিনি আন্তর্জাতিক পর্যবেক্ষক হবেন তাকে অবশ্যই বাংলাদেশি নাগরিক নয় এমন কেউ হতে হবে।

শুক্রবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশ থেকে আসা যাত্রীদের করোনাভাইরাস স্ক্রিনিং কার্যক্রম পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে বাংলাদেশি নাগরিকদের আন্তর্জাতিক পর্যবেক্ষক হিসেবে নিয়োগ পাওয়ার বিষয়ে মন্ত্রী বলেন, এটা কিভাবে ঘটলো জানি না। বিদেশি যেসব দূতাবাস এদেশে আছে, তারা তাদের কোড অব কন্ডাক্ট (আচরণবিধি) জানে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের দেশের নির্বাচন কমিশন আইনানুযায়ী আন্তর্জাতিক পর্যবেক্ষক হতে হলে বিদেশি হতে হবে। কিন্তু দুঃখজনকভাবে বিভিন্ন মিশন তাদের বাংলাদেশি কর্মচারীদের আন্তর্জাতিক পর্যবেক্ষক নিয়োগ করেছেন। এটা পুরোপুরি আইনের লঙ্ঘন। এজন্য আমরা বলেছি বিদেশি কূটনীতিকদের কোড অব কন্ডাক্ট মেনে চলতে হবে।

আন্তর্জাতিক পর্যবেক্ষক হিসেবে নিয়োগ পাওয়া বাংলাদেশিদের থামানো হবে কিনা এমন প্রশ্নের জবাবে ড. মোমেন বলেন, সেটা ইলেকশন কমিশন জানে। এজন্য বিদেশি মিশনগুলোকেও দায়িত্ব নিতে হবে। তাদের আইন বলে দেওয়া হয়েছে সুতরাং যেসব বাংলাদেশিদের তারা আন্তর্জাতিক অবজারভার বানিয়েছে তাদের নির্বাচন সেন্টার ভিজিট করতে দেয়া ঠিক হবে না।

তিনি বলেন, মিশনগুলো তাদের বিদেশি নাগরিক নিয়ে এসে নির্বাচন পর্যবেক্ষক বানালে আমাদের আপত্তি নেই। ডমেস্টিক অবজারভারের (দেশীয় পর্যবেক্ষক) ক্ষেত্রে আবার এটি প্রযোজ্য নয়। সেটি বললে কোনো সমস্যা নেই।

তিনি বলেন, মিশনগুলো যেকোনো রাজনৈতিক দল বা প্রার্থীর সাথে আলোচনা করতে পারেন। কিন্তু তারা আইন লঙ্ঘন করতে পারেন না। তাদেরকে আরও দায়িত্বশীল হতে হবে।

জেপি/এনএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।