কাস্টমসের অভিযানকালে দুই সাংবাদিকের ওপর দুর্বৃত্তদের হামলা

পুরান ঢাকার নয়াবাজারে কাস্টমস বন্ড কমিশনারেটের অভিযানের ফুটেজ সংগ্রহকালে দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন দুই সাংবাদিক।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে এ হামলার শিকার হন বেসরকারি টিভি নিউজটোয়েন্টিফোরের রিপোর্টার ফখরুল ইসলাম ও ক্যামেরাপারসন শেখ জালাল। এসময় তাদের ক্যামেরা ও ব্যাকপ্যাক ছিনতাই করা হয়।

আহত দুই সাংবাদিককে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।

news24

বন্ড সুবিধা নিয়ে আমদানি করা পণ্য খোলাবাজারে বিক্রি করে চলছিল কয়েকটি প্রতিষ্ঠান। ওইসব প্রতিষ্ঠানের বিরুদ্ধেই সকাল থেকে অভিযানে নামে বন্ড কমিশনারেট।

ঘটনার বিষয়ে নিউজটোয়েন্টিফোরের রিপোর্টার মো. খন্দকার জাগো নিউজকে বলেন, দুই সাংবাদিক অফিসের অ্যাসাইনমেন্টে অভিযান কাভার করতে গিয়েছিলেন। অভিযানের ফুটেজ নেয়ার সময় অজ্ঞাত দুর্বৃত্ত ও সন্ত্রাসীরা হঠাৎ করে অতর্কিতভাবে তাদের ওপর হামলা চালায়। তাদের মারধর করে। নিউজটোয়েন্টিফোরের ক্যামেরা ও ব্যাকপ্যাক ছিনতাই এবং গাড়ি ভাঙচুর করা হয় এ সময়।

ঢামেক ক্যাম্প পুলিশের ইনচার্জ বাচ্চু মিয়া জানান, আহতদের মধ্যে ফখরুল হাতে গুরুতর ব্যথা পেয়েছেন। দুজনই চিকিৎসাধীন।

এআর/এইচএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।