জামালপুর জেলা নির্বাচন কর্মকর্তার ইন্তেকাল
জামালপুর জেলা নির্বাচন কর্মকর্তা (উপসচিব) মোহাম্মদ মোখলেছুর রহমান মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ভোর সোয়া ৪টায় জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৩ বছর।
মোখলেছুর রহমানের মৃত্যুতে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি) ও কমিশন সচিবালয়ের কর্মকর্তা/কর্মচারীরা গভীর শোক প্রকাশ করছেন। মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছেন তারা।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে এক মেয়ে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এইচএস/এফআর/জেআইএম