বছরের প্রথম দাবদাহ বয়ে গেল আজ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:১৪ পিএম, ২৭ মার্চ ২০২০

বছরের প্রথম তাপপ্রবাহ বা দাবদাহ বয়ে গেল আজ (২৭ মার্চ)। ঢাকাসহ মোট ১২টি অঞ্চলের ওপর দিয়ে এই মৃদু (৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস) দাবদাহ বয়ে যাচ্ছে। এটি অব্যাহত থাকতে পারে।

শুক্রবার সন্ধ্যা ৬টা পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়, ‘ঢাকা, ফরিদপুর, গোপালগঞ্জ, ঙ্গা রাঙ্গামাটি, সিলেট, পাবনা, খুলনা, বাগেরহাট, চুয়াডাঙ্গা, বরিশাল, পটুয়াখালী ও ভোলা অঞ্চলের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।’

তাপপ্রবাহ বয়ে যাওয়া অঞ্চলগুলোর মধ্যে ঢাকায় সর্বোচ্চ ৩৬ দশমিক ৬ ডিগ্রি, ফরিদপুরে ৩৭ দশমিক ৫, গোপালগঞ্জে ৩৬ দশমিক ১, রাঙ্গামাটিতে ৩৬ দশমিক ২, সিলেটে ৩৬, পাবনায় ৩৬, খুলনায় ৩৬, বাগেরহাটে ৩৭, চুয়াডাঙ্গায় ৩৬ দশমিক ৬, বরিশাল ও পটুয়াখালীতে ৩৬ এবং ভোলায় ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে।

আবহাওয়া অফিস বলছে, আগামী ২৪ ঘণ্টা পরবর্তী দুদিনে দিন ও রাতের তাপমাত্রা কমতে পারে। তার পরবর্তী ৫ দিনে দিন ও রাতের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।

পিডি/জেডএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।