প্রতিদিন আড়াই হাজার ছিন্নমূল মানুষকে খাবার দেবে পুলিশ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৫৮ পিএম, ২৮ মার্চ ২০২০

প্রতিদিন আড়াই হাজার ছিন্নমূল শিশু ও দুস্থ মানুষের মাঝে খাবার সরবরাহ করবে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

রোববার (২৯ মার্চ) থেকে রাজধানীর ৫০টি থানায় প্রতিদিন আড়াই হাজার মানুষকে এক বেলা করে খাবার সরবরাহ করা হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম।

তিনি বলেন, আগামী ৪ এপ্রিল পর্যন্ত প্রতিদিন দুপুরে ডিএমপির প্রতিটি থানায় ৫০ জন করে ছিন্নমূল শিশু ও দুস্থ নাগরিকের মাঝে প্যাকেটে এ খাবার পৌঁছে দেয়া হবে।

ডিএমপি কমিশনার আরও বলেন, সরকার সারাদেশে ৪ এপ্রিল পর্যন্ত যে সাধারণ ছুটি ঘোষণা করেছে সেদিন পর্যন্ত ডিএমপির পক্ষ থেকে ছিন্নমূলদের মধ্যে এভাবে খাবার সরবরাহ করা হবে।

জেইউ/এমএসএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।