চট্টগ্রামে আইসোলেশেনে মারা যাওয়া নারী করোনা আক্রান্ত ছিলেন না

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৪:১৪ পিএম, ০১ এপ্রিল ২০২০

চট্টগ্রামের সীতাকুণ্ডের বিশেষায়িত হাসপাতাল বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসের (বিআইটিআইডি) আইসোলেশন ইউনিটে এক নারীর মৃত্যু হয়েছে। তবে মারা যাওয়া ওই নারী করোনাভাইরাসমুক্ত ছিলেন বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বুধবার (১ এপ্রিল) বিকেল ৩টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির পরিচালক মো. আবুল হাসান।

তিনি বলেন, ‘আইসোলেশনে থাকা এক নারীর মৃত্যু হয়েছিল। আজ আমরা তার নমুনা করোনা পরীক্ষা করেছি। তিনি মূলত হাঁপানি ও ডায়াবেটিসে আক্রান্ত হয়ে মারা গেছেন।’

আবুল হাসান জানান, এর আগে তিনি চট্টগ্রাম জেনারেল হাসপাতালেও ভর্তি ছিলেন। সেখান থেকে আমাদের কাছে রেফার করা হয়। কাল (৩১ মার্চ) তার মৃত্যু হয়। নিয়ম অনুযায়ী তার সব পরীক্ষা করানো হয়েছিল। মৃত রোগীর বিদেশ ফেরত কারও সংস্পর্শে থাকার ইতিহাস ছিল না।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জাগো নিউজকে বলেন, ‘করোনাভাইরাস সন্দেহে বর্তমানে চট্টগ্রামে ছয়জন আইসোলেশনে রয়েছেন। এছাড়া বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন ৯২৮ জন। ছাড়পত্র পেয়েছেন ৪৫ জন।’

উল্লেখ্য, প্রাণঘাতী করোনাভাইরাসে বাংলাদেশে এখন পর্যন্ত ছয়জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৪ জনে। তবে ২৬ জন আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন।

এফআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।