চট্টগ্রামে আইসোলেশনে থাকা রোগীর মৃত্যু
চট্টগ্রামের সীতাকুণ্ডের বিশেষায়িত হাসপাতাল বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজের (বিআইটিআইডি) আইসোলেশনে থাকা এক রোগীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ) রাত ৯টার দিকে তার মৃত্যু হয় বলে জাগো নিউজকে নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির পরিচালক মো. আবুল হাসান।
মো. আবুল হাসান জাগো নিউজকে বলেন, ‘হাঁপানি ও ডায়াবেটিসে আক্রান্ত এক রোগীকে সকালে আমাদের হাসপাতালে ভর্তি করা হয়েছিল। রাত ৯টার দিকে হঠাৎ তার মৃত্যু হয়। এই রোগী আগে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালেও ভর্তি ছিলেন। সেখান থেকে সকালে আমাদের কাছে রেফার করা হয়। নিয়ম অনুযায়ী তার সব পরীক্ষা করানো হয়েছিল এবং ভালোই ছিলেন।’
বিআইটিআইডির মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক শাকিল আহমদ জাগো নিউজকে বলেন, ‘সকালে মৃত রোগীর নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষা করা হবে।’
আবু আজাদ/বিএ