বাসায়ই চিকিৎসা নিচ্ছেন করোনা আক্রান্ত এমপি

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৪:০৩ পিএম, ০৪ মে ২০২০

করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর সরকারি বাসায়ই অবস্থান করছেন এবং সেখানেই চিকিৎসা নিচ্ছেন নওগাঁ-২ আসনের সংসদ সদস্য শহীদুজ্জামান সরকার।

রাজধানীর মানিক মিয়া এভিনিউতে অবস্থিত এমপিদের জন্য বরাদ্দকৃত নিজ ফ্ল্যাটে অবস্থান করছেন করোনা আক্রান্ত সাবেক এ হুইপ। সংসদের মেডিকেল সেন্টারের চিকিৎসক ছাড়াও হলি ফ্যামিলির এক চিকিৎসকের অধীনে রয়েছেন তিনি।

সোমবার (৪ মে) দুপুরে সংসদ মেডিকেলের প্রধান মেডিকেল কর্মকর্তা মোহাম্মদ আরিফ জাগো নিউজকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘আমরা ছাড়াও উনি (শহীদুজ্জামান সরকার) হলি ফ্যামিলির ডাক্তারের অধীনে চিকিৎসাধীন আছেন। আমি সব সময় খোঁজখবর রাখছি। তার শারীরিক অবস্থা ভালো।’

সংসদের এ প্রধান মেডিকেল কর্মকর্তা বলেন, ‘এই চিকিৎসা তো আহামরি কিছু না। আল্লাহ ভালো করলে ভালো হয়ে যায়। উনি আল্লাহর রহমতে ভালো হয়ে যাবেন। উনি বাসায়ই আছেন।’

৬৫ বছর বয়সী শহীদুজ্জামান সরকার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি। তিনি ডায়াবেটিস রোগেও ভুগছেন। গত শুক্রবার তার করোনা ধরা পড়ে। তিনি বর্তমানে সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউয়ের ৪ নম্বর ভবনে অবস্থান করছেন।

জানা যায়, সাবেক এই হুইপ গত মঙ্গলবার (২৮ এপ্রিল) নিজ নির্বাচনী এলাকা থেকে রাজধানীতে আসেন। এরপর জ্বর দেখা দিলে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) তার নমুনা পরীক্ষায় পজিটিভ আসে।

এদিকে, মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে ১৮২ জনের মৃত্যু হলো। একই সময়ে আক্রান্ত হিসেবে নতুন করে শনাক্ত হয়েছেন আরও ৬৮৮ জন। এতে দেশে ভাইরাসটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১০ হাজার ১৪৩ জনে।

সোমবার (৪ মে) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এসব তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

এইচএস/এফআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।