করোনায় আক্রান্ত ১ অতিরিক্ত ডিআইজি ৮ এসপিসহ ৪৮১ ঊর্ধ্বতন কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:২০ পিএম, ২৩ মে ২০২০
ফাইল ছবি

করোনাভাইরাসের সঙ্গে চলমান যুদ্ধে জনগণের সেবা ও সুরক্ষা নিশ্চিত করতে গিয়ে শনিবার (২৩ মে) পর্যন্ত বাংলাদেশ পুলিশের তিন হাজার ৫৭৪ সদস্য ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে বাহিনীর ৪৮১ জন ঊর্ধ্বতন কর্মকর্তাও রয়েছেন।

পুলিশ সদরদফতর সূত্রে এ তথ্য জানা যায়, করোনাভাইরাসে আক্রান্ত পুলিশ সদস্যদের মধ্যে অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার একজন, পুলিশ সুপার পদমর্যাদার আটজন, অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ১৯ জন, সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ২০ জন, ইন্সপেক্টর পদমর্যাদার ৯৭ জন, উপ-পরিদর্শক পদমর্যাদার ৩৮৬ জন, সহকারী উপ-পরিদর্শক পদমর্যাদার ৪৮১ জন রয়েছেন। বাকিরা সবাই নায়েক ও কনস্টেবল।

শুধু ঢাকা মহানগর পুলিশেই (ডিএমপি) আক্রান্ত এক হাজার ২৯১ পুলিশ সদস্য। তবে আক্রান্তদের মধ্যে মাঠ পর্যায়ের সদস্য বেশি।

অবশ্য যারা আক্রান্ত হয়েছেন, তাদের মধ্যে ৭৮২ পুলিশ সদস্য সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বলেও জানিয়েছে সদরদফতর।

পুলিশ সদরদফতরের সহকারী মহাপরিদর্শক (এআইজি-মিডিয়া) সোহেল রানা জাগো নিউজকে বলেন, বাহিনীর সদস্যদের মধ্যে করোনা সংক্রমণের ঝুঁকি কমাতে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদের নির্দেশে বিভিন্ন ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা নেয়া হয়েছে। একই সাথে আক্রান্ত পুলিশ সদস্যদের জন্য সর্বোত্তম সেবা ও শুশ্রুষা নিশ্চিত করতে বেসরকারি হাসপাতাল ভাড়া করাসহ সব পুলিশ হাসপাতালে চিকিৎসার জন্য পর্যাপ্ত সরঞ্জামাদি সংযোজন করা হয়েছে। এ কারণে একদিকে পুলিশ আক্রান্তের হার যেমন ক্রমান্বয়ে কমছে, তেমনি দ্রুততার সাথে বাড়ছে সুস্থতার হার।

স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ বুলেটিন অনুসারে, দেশে এখন পর্যন্ত ৩২ হাজার ৭৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে মারা গেছেন ৪৫২ জন। এছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ছয় হাজার ৪৮৬ জ‌ন

এআর/এইচএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।