হাজী মকবুল হোসেনের মৃত্যুতে টেলিযোগাযোগ মন্ত্রীর শোক
বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক এমপি হাজী মকবুল হোসেনের মৃত্যুতে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
মন্ত্রী শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। টেলিযোগাযোগ মন্ত্রী আজ এক শোক বাণীতে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন।
এছাড়াও আওয়ামী লীগের এই সাবেক সংসদ সদস্যের মৃত্যুতে দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
উল্লেখ্য, কোভিড-১৯ সংক্রমিত হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার (২৪ মে) রাত ৯টা ১০ মিনিটে হাজী মকবুল হোসেনের মৃত্যু হয়।
জানা যায়, করোনাভাইরাসের প্রকোপের মধ্যেই মুন্সিগঞ্জসহ বিভিন্ন স্থানে ত্রাণ বিতরণ করে যাচ্ছিলেন মকবুল হোসেন। সর্বশেষ গত ১৪ মে তিনি মোহাম্মদপুরের বাসায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের হাতে আর্থিক অনুদান তুলে দেন। এরপর তিনি অসুস্থ হয়ে পড়েন। তার স্ত্রীও করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শমরিতা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
শমরিতা মেডিকেল কলেজ হাসপাতালটির মালিক মকবুল। তিনি একাধিক ইন্স্যুরেন্স কোম্পানিরও মালিক। তার ছেলে আহসানুল ইসলাম টিটু টাঙ্গাইল-৬ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য।
এফএইচএস/এমএফ/পিআর