চট্টগ্রামে করোনা উপসর্গ নিয়ে এএসআইয়ের মৃত্যু
চট্টগ্রাম নগরের সদরঘাট থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মর্তুজা কাইয়ুম (৪৫) করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মারা গেছেন।
মঙ্গলবার (২ জুন) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) আবু বক্কর সিদ্দিক বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন।
তিনি বলেন, জ্বর-সর্দি নিয়ে এএসআই মর্তুজা গত ১৯ মে থেকে বিভাগীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ২৭ মে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আজ সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আবু আজাদ/এমএসএইচ/পিআর