শ্রম মন্ত্রণালয়ের সকলকে করোনা অ্যাপ ব্যবহারের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৩২ এএম, ১৯ জুন ২০২০

করোনা পরিস্থিতিতে আইসিটি বিভাগ থেকে পরীক্ষামূলকভাবে চালুকৃত করোনা ট্রেসার বিডি অ্যাপটি ডাউনলোড করে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং এর অধীন সব অধিদফতর, দফতর, সংস্থার সকল কর্মকর্তা-কর্মচারীকে ব্যবহারের নির্দেশ দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) মন্ত্রণালয় থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জনানো হয়েছে।

এ বিষয়ে ব্যবস্থা গ্রহণে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আইসিটি সেল থেকে প্রোগ্রামর মো. আরিফুল হকের স্বাক্ষরে মন্ত্রণালয়ের সব কর্মকর্তা কর্মচারী এবং মন্ত্রণালয়ের অধীন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতর, শ্রম অধিদফতর, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন, কেন্দ্রীয় তহবিল, নিম্নতম মজুরি বোর্ড, শ্রম আপিল ট্রাইব্যুনালের প্রধান বরাবরে চিঠি দেয়া হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, সারাদেশে করোনা ভাইরাসের বিস্তার রোধে নাগরিকদের জন্য আইসিটি বিভাগ ‘করোনা ট্রেসার বিডি অ্যাপ’ তৈরি করেছে। অ্যাপটি করোনা পজিটিভ ব্যক্তি শনাক্তে চেষ্টা করবে এবং কেউ আক্রান্তের কাছাকাছি গেলে তার স্মার্ট ফোনে অ্যালার্ট মেসেজ পাবে।

স্মার্ট ফোনে play. google. come লিংকে ক্লিক করে অ্যাপটি ডাউনলোড করা যাবে। করোনা ট্রেসার বিডি অ্যাপ ডাউনলোড করে ব্যবহার করতে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এমইউএইচ/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।