প্রথম দিনে ২৫ হাসপাতালে ডিএনসিসির বিশেষ মশকনিধন কার্যক্রম

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৪৯ পিএম, ২০ জুন ২০২০

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) আওতাধীন কোভিড ও নন-কোভিড হাসপাতালে অবস্থানরত রোগী, ডাক্তার, নার্স ও অন্যান্য চিকিৎসাসেবক যেন কেউ ডেঙ্গুতে আক্রান্ত না হয় সেজন্য আজ থেকে সপ্তাহব্যাপী বিশেষ মশকনিধন কার্যক্রম শুরু হয়েছে।

শনিবার (২০ জুন) বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঢাকা উত্তরের মোট ২৫ হাসপাতালে ডিএনসিসি মশক নিধন কার্যক্রম চালিয়েছে।

jagonews24

হাসপাতালগুলোর মধ্যে রয়েছে- উত্তরা অঞ্চলে উত্তরা উইমেন্স মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল, জাহানারা ক্লিনিক, মক্কা চক্ষু হাসপাতাল, উত্তরা ক্রিসেন্ট হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ ও হাসপাতাল, লুবনা হাসপাতাল, রিজেন্ট হাসপাতাল, সিন সিন হাসপাতাল, আল আশরাফ হাসপাতাল, মা ও শিশু ক্লিনিক, লেক ভিউ হাসপাতাল, মহাখালী অঞ্চলে বক্ষব্যাধি হাসপাতাল, শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতাল, ক্যান্সার হাসপাতাল, কুষ্ঠ হাসপাতাল, স্বাস্থ্য অধিদফতর, আইসিডিডিআর’বি, সংক্রামক ব্যাধি হাসপাতাল, মিরপুর অঞ্চলে ইসলামী ব্যাংক হাসপাতাল, ডা. আজমল হাসপাতাল, ওজিএসবি হাসপাতাল, কারওয়ান বাজার অঞ্চলে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, প্রবীণ হাসপাতাল এবং লায়ন্স চক্ষু হাসপাতাল।

jagonews24

ডিএনসিসির পক্ষ থেকে জানানো হয়, হাসপাতালগুলোতে অনেক সময় রোগীদের জন্য মশারি থাকে না বা টানানো হয় না। সেখানে একজন ডেঙ্গুতে আক্রান্তের ফলে অনেকে আক্রান্ত হওয়ার আশংকা থাকে। তাই হাসপাতাল এলাকায় এডিস মশার বিস্তাররোধে আগামী এক সপ্তাহ হাসপাতাল এবং এর আশপাশের এলাকায় বিশেষ মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হবে। প্রতিদিন বিকাল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত লার্ভিসাইডিং (মশার লার্ভার কীটনাশক) ও এডাল্টিসাইডিং (পরিণত মশার কীটনাশক) প্রয়োগ করা হবে। ইতিমধ্যে ডিএনসিসি হাসপাতালগুলোর আঙ্গিনায় এবং আশপাশে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান সম্পন্ন করেছে।

এএস/এএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।