কেরানীগঞ্জে আরও ৩৬ করোনা রোগী শনাক্ত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৫২ পিএম, ২৭ জুন ২০২০
ফাইল ছবি

ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় ৯ বছর বয়সী এক শিশুসহ নতুন করে আরও ৩৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯৫২ জনে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর মোবারক হোসেন জানান, শনিবার পাওয়া পরীক্ষার ফলাফলে নতুন করে ওই ৩৬ জন রোগী শনাক্তের বিষয়টি তারা নিশ্চিত হয়েছেন।

স্বাস্থ্য কর্মকর্তা জানান, ৯ থেকে ৭০ বছর বয়সী নতুন আক্রান্তরা উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। এ পর্যন্ত উপজেলায় সুস্থ হয়েছেন ৩৪৫ জন ও মৃত্যুবরণ করেছেন ২১ জন ।

এ উপজেলায় প্রতিদিনই আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় সংক্রমণের ঝুঁকি এড়াতে নতুন আক্রান্তদের স্বজনদের হোম কোয়ারেন্টাইনে রাখা হবে। এছাড়াও প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোবারক।

এনএফ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।