ঢামেকের করোনা ইউনিটে একদিনে আরও ৮ জনের মৃত্যু

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ০২:১৩ এএম, ০৮ জুলাই ২০২০

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে একদিনে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনা পজিটিভ ছিল ৩ জন। বাকি ৫ জন করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। মঙ্গলবার (৭ জুলাই) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

জানা গেছে, (৭ জুলাই) মঙ্গলবার রাত সাড়ে ১২টা পর্যন্ত ঢাকা মেডিকেলের করোনা ইউনিটে ৮ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৩ জন করোনা পজিটিভ ছিল। বাকি ৫ জন করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন।

করোনা আক্রান্ত হয়ে মৃত্যু ব্যক্তিরা হলেন- ঢাকার আশুলিয়ার মো. ফজলুল হক (৬০) ঢাকার মিরপুরের এমদাদ হোসেন (৬৫) ও নোয়াখালীর আবু বক্কর সিদ্দিক (৬৮)) এই তিনজন করোনা পজিটিভ নিয়ে মারা গেছেন।

গত ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়ানো করোনাভাইরাস গোটা বিশ্বকে বিপর্যস্ত করে দিয়েছে। বিশ্বজুড়ে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত ১ কোটির বেশি। মৃতের সংখ্যা ৮ লাখের বেশি। তবে ৫০ লাখ ৬০ হাজারের বেশি রোগী ইতোমধ্যে সুস্থ হয়েছেন। বাংলাদেশে করোনাভাইরাস প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ।

এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।