করোনায় মোট মৃত্যুর অর্ধেকই ঢাকায়

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৩:২৯ পিএম, ১০ জুলাই ২০২০

মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) গত ৮ মার্চ দেশে প্রথম রোগী শনাক্ত হয়। আর ১৮ মার্চ আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু হয়। সর্বশেষ আজ শুক্রবার পর্যন্ত রাজধানী ঢাকাসহ দেশের আট বিভাগে মোট দুই হাজার ২৭৫ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ এক হাজার ৭৯৯ জন (৭৯ দশমিক ০১ শতাংশ) এবং নারী ৪৭৬ জন (২০ দশমিক ৯২ শতাংশ)।

বিভাগওয়ারি মৃত্যুর হিসাবে ঢাকা বিভাগে ৫০ দশমিক ১১ শতাংশ, চট্টগ্রামে ২৬ দশমিক ৪৬ শতাংশ, রাজশাহীতে পাঁচ দশমিক ০১ শতাংশ, খুলনায় চার দশমিক ৯২ শতাংশ, বরিশালে তিন দশমিক ৬০ শতাংশ, সিলেটে চার দশমিক ৩৫ শতাংশ, রংপুরে তিন দশমিক ১২ শতাংশ ও ময়মনসিংহ বিভাগে দুই দশমিক ৪২ শতাংশের মৃত্যু হয়। স্বাস্থ্য অধিদফতর সূত্রে এসব তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও দুই হাজার ৯৪৯ জন। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে এক লাখ ৭৮ হাজার ৪৪৩ জনে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও এক হাজার ৮৬২ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল ৮৬ হাজার ৪০৬ জনে।

করোনাভাইরাসের ছোবলে গোটা বিশ্ব এখন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। গত ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়ানোর পর বিশ্বজুড়ে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা এখন এক কোটি ২৪ লাখ প্রায়। মৃতের সংখ্যা পাঁচ লাখ ৫৭ হাজার ছাড়িয়েছে। তবে সোয়া ৭২ লাখের বেশি রোগী ইতোমধ্যে সুস্থ হয়েছেন।

এমইউ/এসআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।