সৌদি থেকে ফিরলেন ৪১২ বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:১১ পিএম, ১১ জুলাই ২০২০
ফাইল ছবি

করোনার কারণে সৌদির দাম্মামে আটকে পড়া ৪১২ বাংলাদেশি দেশে ফিরেছেন। শনিবার (১১ জুলাই) সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে তারা ঢাকায় আসেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার বিষয়টি নিশ্চিত করেছেন।

করোনার কারণে সারা বিশ্বে ফ্লাইট চলাচল সীমিত রয়েছে। বাংলাদেশ থেকেও ১৭টি আন্তর্জাতিক রুটের ফ্লাইট চলাচল বন্ধ রাখা হয়েছে।

করোনার শুরুর পর থেকে এ পর্যন্ত বিশেষ ফ্লাইটে ইতালি, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সৌদি, থাইল্যান্ড, সিঙ্গাপুর, তুরস্ক, মালদ্বীপ, কুয়েত, কাতার, ভারত, মালয়েশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশ থেকে কয়েক হাজার বাংলাদেশি ফিরেছেন।

এআর/এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।