এমপি শাহজাদা সপরিবারে করোনা আক্রান্ত

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৫৬ পিএম, ২২ আগস্ট ২০২০

পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার ভাগনে এসএম শাহজাদা সাজু সপরিবারে করোনায় আক্রান্ত। বর্তমানে তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন।

শনিবার (২২ আগস্ট) এমপির একান্ত সহকারী মোহাম্মদ আলমগীর হোসেন জাগো নিউজকে এ তথ্য জানান।

মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, গত ১৮ আগস্ট এমপি শাহাজাদা, তার স্ত্রী ও দুই মেয়ে করোনাভাইরাসে আক্রান্ত হন। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন। তার অবস্থা এখন ভালো।

রোগমুক্তির জন্য নিজ নির্বাচনী এলাকা ছাড়াও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এমপি শাহজাদা।

এইচএস/বিএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।